ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর দেশ জুড়ে তৈরি হয়েছে নানা তর্ক-বিতর্ক। রাজনৈতিক দলের বিরোধিতা তো আছেই। পাশাপাশি, প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। কিন্তু তাই বলে নরেন্দ্র মোদির এমন সিদ্ধান্তে হয়ে যেতে পারে বিবাহ-বিচ্ছেদ! অবাক হলেও এমনই খবর প্রকাশ করেছে কলকাতা টোয়েন্টিফোর।
প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, মোদি-বিরোধী হওয়ার জন্য স্বামীকে ডিভোর্স দেবেন বলছেন এক নারী। ১.২৫ মিনিটের ভিডিওতে ওই বলছেন, ‘আমি আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমার স্বামী মোদি-বিরোধী।’
ওই নারীর নাম রেশমি জৈন বলে জানা গেছে। তিনি বলছেন, ‘মোদি কোন লোভ না করেই এই কাজ করছেন। কেউ স্বার্থ ছাড়া কিছু করে না। মোদি একাই আপনার জন্য লড়াই করছেন। ব্যাংককর্মীরা যদি দুর্নীতিকে সমর্থন করেন, তাহলে আপনারা লড়াই করুন। মোদি কি এসে এটিএমে ক্যাশ ভরে দেবে? সীমান্তে গিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করুন। তাহলেই বুঝবেন জওয়ানদের কত কষ্ট। কিভাবে তারা দেশের জন্য প্রাণ দিচ্ছেন।’
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব