ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শুধু মাত্র সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেই হবে না, যারা সন্ত্রাসবাদীদের সমর্থন করছে, তাদের প্রশ্রয় দিচ্ছে, লালন-পালন করছে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে হবে। রবিবার অমৃতসরে ‘হার্ট অফ এশিয়া’ সম্মেলনের মঞ্চ থেকে নাম না করে সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানকে তোপ দাগেন মোদি।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের ফলে অনেক রক্তপাত হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এই সন্ত্রাসকে পরাস্ত করতে আমাদের সকলকে একযোগে পদক্ষেপ নিতে হবে।'
তিনি আরও বলেন, একমাত্র সন্ত্রাসবাদের কারণেই আফগানিস্তানের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তাই আফগানিস্তান এবং এই অঞ্চলে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নীরবতা পালন করলে কিংবা তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে সন্ত্রাসবাদী ও তাদের মদদদাতারা আরও উৎসাহিত হবে।
মোদি যখন সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে নিশানা করেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সরতাজ আজিজ ছাড়াও বিশ্বের ৩০ টি দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে উপস্থিত ছিলেন।
আফগানিস্তানের উত্তরণের জন্য ভারতের অঙ্গীকারের কথা মনে করিয়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাহসী ভাই-বোনেদের প্রতি আমাদের কমিটমেন্ট অটল ও খাঁটি রয়েছে। আফগানিস্তান ও সেদেশের মানুষের কল্যাণে আমাদের হৃদয় ও মন সবসময় পাশে রয়েছে।’
এর আগে বক্তব্য রাখতে গিয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে নিশানা করেন। সাবেক এক তালিবানি নেতার উদ্ধৃতি টেনে ঘানি বলেন, ‘এক তালিবানি নেতাই স্বীকার করেছিল যে পাকিস্তান থেকে সে মদদ পাচ্ছে। পাকিস্তানের সমর্থন ছাড়া এক মাসের বেশি তাদের পক্ষে আফগানিস্তানে সন্ত্রাসের জাল বিস্তার করা সম্ভব ছিল না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ