ভারতের পুরীর সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দৈত্যাকার একটি তিমির দেহ। বিশালাকৃতির তিমিটির দেহ পুরোপুরি সাদা। লম্বায় ৪২ ফিট, চওড়ায় ২৮ ফিট। রবিবার সকালে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে মৃত তিমিটি পর্যটক ও স্থানীয়দের চোখে পড়ে। সঙ্গে সঙ্গে তারা বন দফতরে খবর দেন।
তিমিটির শরীরের বিভিন্ন স্থানে পঁচন ধরেছে। কিছু স্থানে সামুদ্রিক প্রাণীর আক্রমনের ক্ষত রয়েছে। রক্তে ভেসে গেছে সৈকত।
শতপাদা জঙ্গলের রেঞ্জার অচ্যূতানন্দ দাস জানিয়েছেন, 'এই সাদা তিমি খুবই বিরল। এটি সাধারণত প্রশান্ত মহাসাগরে দেখা যায়। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর কারণ জানা যাবে।' ভেটেরিনারি কলেজের ডাক্তারদের তিমিটির ময়নাতদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।
রেঞ্জার দাস জানান, সৈকতে রবিবার ভেসে এলেও সামুদ্রিক এই স্তন্যপায়ী প্রাণীটি ১০-১৫ দিন আগেই মারা গিয়ে থাকতে পারে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ