সদ্যপ্রয়াত কিংবদন্তি ফিদেল কাস্ত্রোর স্মরণে কোনও মূর্তি কিউবায় বসানো হবে না। এমনকি ফিদেলের নামে কোনও রাস্তা বা পার্কের নামকরণও করা হবে না। এমন সিদ্ধান্তই নিতে চলেছে সেই দেশের প্রশাসন।
ফিদেলের ভাই, কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো জানিয়েছেন, তার বড় ভাই কখনই চাননি তার নামে এইসব কিছু হোক। ভাইয়ের ইচ্ছেকে মর্যাদা দিতেই তার নামে এসব কোনও আয়োজন করতে চাইছেন না রাউলও।
সমাজতন্ত্র আন্দোলনের অন্যান্য পুরোধা যেমন লেনিন, মাওয়ের মূর্তি রয়েছে বিভিন্ন জায়গায়। রাউল চাইছেন, ফিদেলকে মানুষ মনে রাখুক তার কাজের জন্য। কাজের মধ্য দিয়েই ফিদেল অমর হয়ে থাকবেন। তাই আলাদা করে তাকে মনে করানোর জন্য মূর্তি বা রাস্তার দরকার হবে না।
বিডি প্রতিদিন/ ৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা