ভারতের উড়িষ্যা-অন্ধ্র প্রদেশ সীমান্তে মাওবাদীদের হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের এ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
এনডিটিভি জানায়, প্রশিক্ষণের জন্য কোরাপাট থেকে কটাকের উদ্দেশ্যে ১২ পুলিশ ও এক বেসামরিক লোক পুলিশের একটি গাড়ি বহর নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী বিস্ফোরণ ঘটালে সাত পুলিশ সদস্য নিহত হন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। বিস্ফোরণে স্থানে ৭ ফুট গভীর গর্তের সৃষ্টির হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সরকারের শান্তি উদ্যোগ কর্মসূচির আহ্বানে সারা দিয়ে গত বছর ২৬ জন জ্যেষ্ঠ মাওবাদী এবং তাদের ৭শ’ মিলিশিয়া সদস্য আত্মসমর্পণ করেন।
অন্যদিকে, গত বছরের অক্টোবরে মালকানগিরি জেলায় সরকারি বাহিনীর অভিযানে অন্তত ২৭ জন মাওবাদী নিহত হন।
বিডি-প্রতিদিন/০২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব