শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে স্থানীয় সময় শুক্রবার আবর্জনার স্তুপ ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৪৫ টির মতো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজে নেমেছে। তারা স্তুপ পরিষ্কার করে দেখছে আর কেউ ধসে আটকা পড়েছে কিনা। জানা যায়, দেশটির রাজধানী শহরের উত্তর-পূর্বাঞ্চলের ৯১ মিটার দীর্ঘ একটি আবর্জনার ডাম্পিং স্টেশন স্তুপে আগুন লাগানো হয়। এসময় আগুন দ্রুত আবর্জনা পর্বতের উপরে ছড়িয়ে গেলে এ ধসের সৃষ্টি হয়।
কলম্বোর জাতীয় হাসপাতালের মুখপাত্র পুষ্পা শৈসা জানান, নিহতদের মধ্যে দুইজন ছেলে ও দুই মেয়ে শিশুসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ২১ জনকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার