দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ধর্মীয় অসহিষ্ণুতার দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। আর বিশ্বের নিরিখে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের তকমা পাওয়া এ দেশটির অবস্থান চারে।
তালিকায় এক ও তিন নাম্বারে আছে এশিয়ার মহাদেশের আরও দুটি দেশ, যথাক্রমে সিরিয়া ও ইরাক। ধর্মীয় অসহিষ্ণুতার দিক দিয়ে তিন নাম্বারে আছে আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া।
মার্কিন সমাজ-গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এ তথ্য প্রকাশ করেছে। ধর্মীয় অসহিষ্ণুতার দিক দিয়ে শীর্ষ ১০ দেশের তালিকায় আরও আছে ইসরায়েল, ইয়েমেন, রাশিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, পাকিস্তান ও মিশর।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা