ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার সৈন্য ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশটির গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণে বুডগাম জেলার পাখারপোরার ফ্লুটিপোরা গ্রামে এই বন্দুকযুদ্ধ হয়। খবর সিনহুয়ার।
বুডগামে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ সকালে পাখারপোরা গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।’
পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় তিন থেকে চার জন জঙ্গির উপস্থিতি টের পেয়ে অভিযান চালায়।
ওই এলাকায় এখনো উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে বলেও জানান কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম