জাপানের মধ্যাঞ্চলে শুক্রবার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী এলাকার লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উদ্ধার কর্মীরা এ কথা জানান। খবর এএফপি’র।
টেলিভিশনের ভিডিও ফুটেজে আরাকাওয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটি কারখানা থেকে ঘন কালো ধোয়ার কুন্ডলি উপরের দিকে উঠতে দেখা যায়। এ কারখানা থেকে কাগজ তৈরির কেমিক্যাল উৎপাদন করা হতো।
ফুজি নগরীর দমকল বিভাগের এক কর্মকর্তা কাজুহিকো হাকোইয়ামা এএফপি’কে বলেন, ‘বিস্ফোরণে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ায় ১৪ জন দগ্ধ হয়। এদের মধ্যে কয়জনের অবস্থা গুরুতর তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি।’
কর্মকর্তারা জানান, এ সময় কারখানাটিতে উৎপাদন চলছিল কিনা এবং এতে কোনো দূষণ ছড়িয়ে পড়েছে কিনা সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
স্থানীয় জরুরি সংস্থা জানায়, সেখানে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, ফুজি নগরী জাপানের রাজধানী টোকিও’র প্রায় ১শ’ কিলোমিটার পশ্চিমের বিশ্ব বিখ্যাত মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম