ভারতের তামিলনাড়ু ও কেরালার উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় ‘অক্ষি’র আঘাতে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৮০ জন জেলে সাগরে নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল থেকে ৬০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
এ ব্যাপারে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে রাজ্যের পশ্চিমে লাক্ষাদ্বীপের দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে, এরই মধ্যে তামিলনাড়ুর সাতটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝড়ো বৃষ্টিপাতে রাজ্যের বিভিন্ন জেলার গাছপালা উপড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছড়া, ভারী বর্ষণের কারণে কেরালার রাজধানী ত্রিবান্দ্রম থেকে বেশ কযেকটি ট্রেনের শিডউল বাতিল করা হয়েছে। কেরালা ও কন্যাকুমারী থেকে প্রায় ২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ