পাকিস্তানের পেশোয়ারে শুক্রবার সকালে একটি প্রশিক্ষণ ইন্সটিটিউটের হোস্টেলে বন্দুকধারীদের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই হামলায় ঠিক কতজন উপস্থিত ছিল সেটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।
তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
জানা গেছে, আজ সকালে পেশোয়ার কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে কমপক্ষে তিন বন্দুকধারী ব্যক্তি ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রিকশায় করে ঘটনাস্থলে আসে।
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, এ ঘটনার পরপরই সেখানে পুলিশি অভিযান শুরু হয়েছে। তারা বলছে, পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। ঈদ-ই-মিলাদুন্নবীর জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ছিল বলে জানা গেছে।
এদিকে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পোসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া সেনাবাহিনী হেলিকপ্টার ওই এলাকাটির ওপর নজরদারি করছে।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: দ্য ডন, বিবিসি
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ