পাপুয়া নিউ গিনি উপকূলে শুক্রবার একটি ভূমিকম্প অনুভুত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এ ভূমিকম্পে সুনামির ও কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপি’র।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাপুয়া নিউ গিনির মোরোবি প্রদেশের ফিন্সচাফেন শহর থেকে প্রায় ৫৯.১ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৫২ কিলোমিটার গভীরে।
অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞান সংস্থা জানায়, সমুদ্র সৈকতের তিন কিলোমিটারের মধ্যে ভূমিকম্পটি আঘাত হানায় এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম