ভেনেজুয়েলাকে ঘিরে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়েছে আমেরিকা ও রাশিয়া-সহ বিশ্বের শক্তিধর দেশগুলি।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অস্বীকার করে ভেনেজুয়েলার সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা বুধবারই জানিয়েছিল আমেরিকা। পাশাপাশি বিরোধী নেতা হুয়ান গাইডোকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে মাদুরোকে কোণঠাসা করতে চেয়েছিল আমেরিকা ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলি।
কিন্তু পরের দিনই পাল্টা জবাব দিলেন মাদুরো। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে মাদুরোকে সমর্থন জোগানোর কথা ঘোষণা করেছে ভেনেজুয়েলার সামরিক বাহিনী। তার পাশে দাঁড়িয়েছে রাশিয়াও। বৃহস্পতিবার মাদুরোকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের তীব্র নিন্দা করে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন