আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নাসর নামের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তানি সেনাবাহিনী।
আইএসপিআরের দেয়া ওই বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড নাসর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। সেনাবাহিনীর কাক্সিক্ষত প্রযুক্তিগত সক্ষমতা যাচাই এবং অপারেশনাল দক্ষতা অর্জনের অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। নাসর ক্ষেপণাস্ত্রের ব্যাপারে বলা হয়েছে, এর নির্ভুলতার মাত্রা অনেক বেশি, একই সাথে সঠিক স্থানে আঘাতও হানতে পারে।
ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেছেন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের মাহমুদ হায়া। সেইসাথে সফল পরীক্ষা সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ তিনি জানান। এ সময় পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উন্নয়ন করায় তিনি বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।
সূত্র : ডন
বিডি প্রতিদিন/ ওয়াসিফ