আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান তাদের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আবদুুল গনি বারাদারকে তাদের প্রধান আলোচক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এখন থেকে কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক দফতরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ সময় কারাগারে রাখার পর গত বছরের অক্টোবর মাসে তাকে মুক্তি দিয়েছে পাকিস্তান।
এদিকে, মোল্লা আবদুল গনি বারাদার শনিবার কাতারে মার্কিন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে যোগ দিয়েছেন; যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মোল্লা বারাদার যে এ আলোচনায় অংশ নিচ্ছেন এতেই মনে করা চলে যে; এতদিন থেমে-থেমে চলতে থাকা শান্তি প্রক্রিয়ায় এবার কিছু অগ্রগতি হলেও হতে পারে। মার্কিন কর্মকর্তারা মেনে নিয়েছেন যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। আর তালেবান রাজি হয়েছে যে তারা জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করবে- যেন তারা বিদেশী বাহিনীর ওপর আক্রমণ চালাতে না পারে।
মোল্লা বারাদার গত বছর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গত শুক্রবার তালেবানের রাজনৈতিক বিষয়ক নেতার পদে নিযুক্ত হন। আলোচনায় তার উপস্থিতির ফলে সিদ্ধান্ত গ্রহণ দ্রুততর হবে বলে সবাই আশা করছেন।
আফগানিস্তানে সংঘাত অবসানের লক্ষ্যে কাতারে ছয়দিন ধরে এই আলোচনা চলছে, যাতে আরো যোগ দিয়েছেন বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ। বিবিসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার