ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে বিজেপি নেতাদের নানা কূটক্তির মুখে পড়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। ''প্রিয়াঙ্কার মানুষ পেটানোর রোগ রয়েছে'', ''প্রিয়াঙ্কা দেখতে খুব সুন্দরী, কিন্তু তার আরও কোনো গুণ নেই''-বিজেপি দুই নেতার এমন মন্তব্যের পর এবার প্রিয়াঙ্কা গান্ধীকে শিশু বলে মন্তব্য করলেন বিহারের পর্যটনমন্ত্রী প্রমোদ কুমার। খবর এনডিটিভির।
তিনি বলেন, প্রিয়াঙ্কা এখনও শিশু...। যদি কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মোকাবেলা করতে চায় তাহলে সোনিয়া গান্ধীকে নির্বাচনী মাঠে নামা উচিত।
প্রমোদ কুমার কটাক্ষ করে বলেন, কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে তার দাদি ও ভারেতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পায়। পূর্বে তারা একই ছাড়া তারা প্রিয়াঙ্কা মা সোনিয়া গান্ধীর মধ্যেও দেখতে পেত।
তিনি বলেন, নির্বাচনে মোদির বিরুদ্ধে সোনিয়াকে দাঁড় করানো উচিত। কারণ তাদের দু'জনের বয়স কাছাকাছি। কিন্তু প্রিয়াঙ্কা এখনও শিশু।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব