মিশরের রাজধানী কায়রোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার কায়রোর গিজা জেলার রিং রোড এলাকাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গিগোষ্ঠীর তিন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে গিজা জেলার ‘সেতা উক্তোবার’ শহরে জঙ্গিগোষ্ঠীর গোপন আস্তানায় অভিযান চালালে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে জঙ্গিগোষ্ঠীর আরও চার সদস্য নিহত হন।
জঙ্গিদের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/০৭ মার্চ ২০১৯/আরাফাত