১৯ জুলাই, ২০১৯ ১১:১৯

'পাকিস্তান ‌আমার সঙ্গে কুকুরের থেকেও খারাপ ব্যবহার করেছে'

অনলাইন ডেস্ক

'পাকিস্তান ‌আমার সঙ্গে কুকুরের থেকেও খারাপ ব্যবহার করেছে'

ফাইল ছবি

পাকিস্তানে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। কুকুরের সঙ্গেও এর থেকে ভাল ব্যবহার করা হয়। সম্প্রতি ইমরান সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন খালিস্তানপন্থী নেতা গোপাল চাওলা। 

সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘‌পাকিস্তান আমাকে কুকুরও মনে করেনি।’‌ সম্প্রতি ভারতের আপত্তি থাকায় শিখ গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি (‌পিএসজিপিসি)‌ থেকে সরিয়ে দেওয়া হয় গোপাল চাওলাকে। এই নিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‌কোনো কারণেই হয়ত আমাকে ওই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার আগে পিএসজিপিসি'র সদস্যরা একটা বৈঠকও ডাকতে পারত। তারপরই না ঘোষণা করা হত। কেউই আমাদের কথা ধর্তব্যের মধ্যে আনেননি। আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে।’ 

প্রসঙ্গত, কর্তারপুর করিডরের কোঅর্ডিনেশনের দায়িত্বে র‌য়েছে এই ‌পিএসজিপিসি কমিটি। তাই ভারতের আপত্তি থাকায় এই কমিটি থেকে সরানো হয় গোপাল চাওলাকে। যদিও প্যানেলে আরেক খালিস্তানপন্থী নেতা আমির সিংকে জায়গা দেওয়া হয়েছে। তাই এখানে অন্য কোনও কারণই দেখতে পাচ্ছেন রাজনীতিকরা।

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর