ভারতের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার আস্থা ভোটে জয়ী হয়েছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বে এই জোট ১৬৯টি ভোট পেয়ে জয়ী হয়েছে। শনিবার ছিল এনসিপি-কংগ্রেস-শিবসেনা জোটের সরকারের আস্থাভোট। এদিকে, ভোটের শুরুর আগেই সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে বিজেপি সদস্যরা ওয়াক আউট করেন।
২৮৮ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ১৪৫টি আসন। তিনটি দল মিলে ১৫৪টি আসন পেয়েছিল। এর সঙ্গে বহুজন বিকাশ আঘাদির মতো নির্দলীয় প্রার্থী নিয়ে তারা মোট ১৬৯টি আসন পায়। চারজন বিধায়ক ভোট দেননি বলে মহারাষ্ট্রের অস্থায়ী স্পিকার জানিয়েছেন।
আস্থাভোটে জয়লাভ করার পর উদ্ধব ঠাকরে বলেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এখানে আসতে পেরে। এই কক্ষে প্রবেশের আগে চাপ অনুভব করছিলাম। কেননা আমার এই কাজের আগের কোনো অভিজ্ঞতা নেই।
দীর্ঘ টানাপড়েনের পর বৃহস্পতিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন উদ্ধব ঠাকরে। শনিবার রাজ্য বিধানসভায় তার শক্তি পরীক্ষা ছিল। স্পিকার নিয়োগ না করেই আস্থাভোট করার প্রতিবাদে বিধানসভা থেকে প্রথমে ওয়াকআউট করে বিজেপি। তারপর প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাটিলের তদারকিতে শনিবার দুপুর আড়াইটে নাগাদ আস্থাভোট শুরু হয়। তাতে ভালোভাবেই উতরে যান উদ্ধব। আগামী পাঁচ বছর তিনিই মহারাষ্ট্রে সরকার চালাবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার