লন্ডন ব্রিজে ছুরি হামলার পর নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রেখেছে ব্রিটেনের প্রধান রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আগ মুহূর্তে ওই হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এদিকে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই দলগুলো নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রেখেছে বলে জানা গেছে।
আগামী ১২ই ডিসেম্বর ব্রিটেনের সাধারণ নির্বাচন সামনে রেখে শুক্রবার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের অংশগ্রহণে এক টেলিভিশন বিতর্কের আয়োজন করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
'দ্য বিবিসি ইলেকশন ডিবেট' নামের এ অনুষ্ঠানে অংশ নেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, বিরোধী দল লেবার পার্টি এবং ইউকে লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ বিভিন্ন দলের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে লন্ডন ব্রিজে ছুরি হামলার ঘটনায় সহমর্মিতা জানান তারা। হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন রাজনীতিকরা। নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের হামলায় উদ্বেগ জানান অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল