তিউনিসিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার চলন্ত একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে গেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে তিউনেসিয়ার পর্যটন মন্ত্রী বলেন, বাসটি তিউনিস থেকে উত্তরের আইন দ্রাহাম শহরের দিকে যাচ্ছিলো। মন্ত্রী জানান, ২৪ জন নিহত হয়েছেন এবং আহত ১৮জন। হতাহতদের বেশিরভাগই ২০ থেকে ৩০ বছর বয়সী।
এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: এনডিটিভি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ