৩ জুন, ২০২০ ২১:০৫

এবার পশ্চিম তীর দখলের ইসরায়েলি সিদ্ধান্তের বিরোধিতা করল কাতার

অনলাইন ডেস্ক

এবার পশ্চিম তীর দখলের ইসরায়েলি সিদ্ধান্তের বিরোধিতা করল কাতার

ফাইল ছবি

জর্দান নদীর পশ্চিম তীর দখলের ইসরায়েলি সিদ্ধান্তের বিরোধিতা করলো কাতার। বার্তা সংস্থা ফার্স আজ জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রাহমান ওই বিরোধিতার কথা সরাসরি ঘোষণা করে বলেছেন, পশ্চিম তীর দখলের ইসরায়েলি যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে দোহা রুখে দাঁড়াবে। খবর পার্সটুডের।

সেইসঙ্গে ফিলিস্তিনি জাতিকে তাদের ভূখণ্ড রক্ষায় সহযোগিতা দেওয়ার কথাও ঘোষণা করেন মুহাম্মাদ বিন আব্দুর রাহমান।

করোনাকে সমগ্র বিশ্বের জন্য একটি বৃহৎ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনি জাতিকে সহায়তা অব্যাহত রাখবে দোহা। ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তারা সম্মত হয়েছে পশ্চিম তীরের কিছু অংশকে অধিকৃত ভূখণ্ডের সঙ্গে সংযোজন করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ আসছে জুলাই মাসে শুরু করবে।

উল্লেখ্য, এর আগেও দখলদার ইসরায়েলির আগ্রাসন নিয়ে বহু দেশ প্রতিবাদ জানিয়েছে। নিরীহ ফিলিস্তিনিদের হত্যারও বিচার চাইতে দেখা গেছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর