শিরোনাম
৬ জুলাই, ২০২০ ২০:৩২

ইরানকে চাপে রাখতে ‘গুপ্তচর’ স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরায়েল

অনলাইন ডেস্ক

ইরানকে চাপে রাখতে ‘গুপ্তচর’ স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরায়েল

ইরানকে চাপে রাখতে নতুন একটি গুপ্তচর (স্পাই) স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সোমবার এক বিবৃতিতে দেশটি এই ঘোষণা দিয়েছে। সামরিক গোয়েন্দাদের নজরদারি শক্তিশালী করতে এই স্যাটেলাইটটি চালু করল ইসরায়েল। 

যৌথ বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইসরায়েল এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ জানায়, স্থানীয় সময় ভোর ৪ টায় ‘ওফেক ১৬’ নামের উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে।

উন্নত ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক-অপটিক্যাল স্যাটেলাইটগুলোর উৎক্ষেপণ অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। 

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের পারমাণবিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হবে ওফেক ১৬ স্যাটেলাইট।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং বিকল্প প্রধানমন্ত্রী বেনি গানৎজ বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য গোয়েন্দা ক্ষমতা অপরিহার্য। আমরা আমাদের প্রতিটি স্থানে ইসরায়েলের সক্ষমতা দেখিয়ে যাবো। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর