শান্তি চুক্তির পরে এবার করোনাভাইরাস নিয়ে গবেষণায় একে অপরকে সহায়তা করতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। গত সপ্তাহে দেশ দু’টি তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়ার পর এবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দু’টির মধ্যে এই চুক্তি সম্পাদন গত শনিবার সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার একটি যন্ত্র উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে আমিরাতের কোম্পানি অ্যাপেক্স ন্যাশনাল ইনভেস্টমেন্ট এবং ইসরায়েলের টেরাগ্রুপ।
এদিকে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে টেলিফোন যোগাযোগ চালু করা হয়েছে। এর আগে আরব আমিরাত থেকে ইসরায়েলে ফোন করা সম্ভব ছিলো না।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর ইহুদি রাষ্ট্রটির সঙ্গে তৃতীয় দেশ হিসেবে চুক্তি করে আরব আমিরাত। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান চুক্তি করেছিল।
বিডি প্রতিদিন/আবু জাফর