আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে উইলো নামে নতুন একটি বিড়াল এনেছেন। তার বয়স দু’বছর। সবুজ চোখ এবং ধূসর-সাদা রঙের এই বিড়ালকে পেনসিলভানিয়া থেকে আনা হয়েছে। খবর বিবিসির।
ফার্স্ট লেডির মুখপাত্র মাইকেল লারোসা বলেন, ‘উইলো হোয়াইট হাউসে ঠিকঠাক মতোই মানিয়ে নিচ্ছে। ওখানে ওর জন্য পছন্দসই খেলনা, খাবার ও দৌড়াদৌড়ির প্রচুর জায়গা রয়েছে।’
২০২০ সালের নভেম্বরে জো বাইডেন নির্বাচনে জয়লাভের পর জিল বাইডেন জানিয়েছিলেন যে তারা হোয়াইট হাউসে একটা বিড়ালছানা নিয়ে আসবেন। কিন্তু সেই পরিকল্পনাটি পিছিয়ে যায়। গত মাসে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল যে, জানুয়ারিতে বিড়ালটি নিয়ে আসা হবে।
২০২০ সালের নির্বাচনী প্রচারে পেনসিলভানিয়ায় জিল বাইডেন ভাষণ দেওয়ার সময় বিড়ালটি মঞ্চে উঠে পড়ে। এ সময় তিনি ভাষণ বন্ধ করেন। সেই ঘটনায় এই ছোট ছোট লোমের বিড়ালছানাটি জিল বাইডেনের মনে একটা ছাপ রেখে গিয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই