মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। গুয়ানাজুয়াতো প্রদেশের পাবলিক প্রসিকিউটরের দফতর এই তথ্য জানিয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ওই ছয় জনের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। তাদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। নিহত ওই ছয়জনকে একটি ভবনের মধ্যেই পাওয়া যায় এবং সকলের শরীরেই গুলির আঘাতের চিহ্ন ছিল।
স্থানীয় সময় শনিবার রাতে এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলেও জানানো হয়। প্রসিকিউটরের দফতর থেকে আরও জানানো হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের শিলাও পৌর এলাকায় গত চার মসে এটি পঞ্চম কোনো হামলার ঘটনা।
এদিকে বার্তা সংস্থা এএফপি বলছে, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধিকরণ শিল্পের কারণে খুবই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময়ে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। সেখানকার দু’টি গ্রুপ মাদক পাচার ও তেল চুরি করাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত।
বিডি প্রতিদিন/আবু জাফর