কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এবং দেশটির সামরিক দপ্তর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন জার্মানির রামস্টেইন সফরে যাচ্ছেন। সেখানে তিনি ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রী এবং দাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বৈঠকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে ইউক্রেনে অতিরিক্ত সহায়তার পাশাপাশি ইউরোপের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা প্রয়োজনাদি এবং ইউক্রেন যুদ্ধের ফলে সামরিক উৎপাদনে যে ঘাটতি হয়েছে সেটা কিভাবে পূরণ হবে তা নিয়ে আলোচনা হবে।
বৈঠকে ন্যাটো সদস্যভুক্ত ২০টির বেশি দেশ প্রতিনিধি পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল