২৫ জুন, ২০২২ ১৯:৫৫

মার্কিন হিমার্স রকেট সিস্টেম ব্যবহার শুরু করছে ইউক্রেন

অনলাইন ডেস্ক

মার্কিন হিমার্স রকেট সিস্টেম ব্যবহার শুরু করছে ইউক্রেন

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেট সিস্টেম ব্যবহার শুরু করছে। রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন রকেট ব্যবস্থা আঘাত হেনেছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি জালুঝনি।  

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার রকেট ব্যবস্থার মোকাবিলায় মার্কিন হিমার্স ব্যবস্থা প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। কিয়েভ মনে করে, এই ব্যবস্থা দিয়ে দোনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব।

গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স) তার দেশে পৌঁছানোর খবর জানিয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/বিএইচ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর