প্লে-অফের চার দল নিশ্চিত হয়েছিল আগেই। দরকার ছিল দলের অবস্থান নিশ্চিত হওয়া। সেটাও হয়েছে গতকাল লখনৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের পর। অবিশ্বাস্য এক রানতাড়া দেখেছে আইপিএল। যেখানে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। সেইসঙ্গে নিশ্চিত করেছে তাদের কোয়ালিফায়ারে অংশগ্রহণ।
বেঙ্গালুরু জিতলে কোয়ালিফায়ার, হারলে এলিমিনেটর। আর তাদের হার-জিতের ওপর নির্ভর করবে গুজরাট টাইটান্সের ভাগ্য। আগেই বাদ পড়া লখনৌ ছিল হিসেবের বাইরে। এমন সমীকরণের ম্যাচে লখনৌ স্কোরবোর্ডে তুলল ২২৭ রান। পুরো আসরে ব্যাটিং নিয়ে প্রবল সমালোচনার মুখে ছিলেন রিশাভ পান্ত। একদম শেষ ম্যাচে এসে তিনিই পেলেন সেঞ্চুরি।
জবাবে শুরুতে বিরাট কোহলির ফিফটি আর পরে জীতেশ শর্মার ৩৩ বলে ৮৫ রানের অবিশ্বাস্য এক ইনিংসে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করে বেঙ্গালুরু। ম্যাচ তারা জিতে নেয় ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখে।
এই ম্যাচের পর পাঞ্জাব কিংসের সমান ১৯ পয়েন্ট হলো বেঙ্গালুরুর। তবে অ্যান্ডি ফ্লাওয়ারের দল নেট রানরেটে পিছিয়ে আছে। তালিকার শীর্ষে যথারীতি রিকি পন্টিংয়ের পাঞ্জাব। এই দুই দল আগামীকাল মুল্লানপুরে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। সেই ম্যাচে যারা জিতবে, তারাই সরাসরি চলে যাবে ফাইনালে।
আর এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে গুজরাট টাইটান্সকে। যারা হারবে তারাই বাদ পড়বে। জয়ী দল ফাইনালের জন্য খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে।
আইপিএল প্লে অফ লাইনআপ
কোয়ালিফায়ার ১: পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২৯ মে)
এলিমিনেটর: গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (৩০ মে)
কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল বনাম এলিমিনেটর জয়ী দল (১ জুন)
ফাইনাল: কোয়ালিফায়ার ১ এবং কোয়ালিফায়ার ২ এর জয়ী দল (৩ জুন)
বিডি প্রতিদিন/ ওয়াসিফ