শিরোনাম
২৫ জুন, ২০২২ ২৩:২৯

ইসরায়েলি সেনার গুলিতেই নিহত শিরিন : জাতিসংঘ

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনার গুলিতেই নিহত শিরিন : জাতিসংঘ

ছবি আল-জাজিরার।

আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছিলেন ইসরায়েলি সেনার গুলিতেই বলে উঠে এসেছে জাতিসংঘের অনুসন্ধানে। 

গতকাল শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামসাদানি জেনেভায় সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। 

তিনি বলেন, ‘যে গুলিতে শিরিন আবু আকলেহ নিহত এবং তার সহকর্মী সামুদি আহত হন, তা ইসরায়েলি বাহিনীর ছোড়া। ওই গুলি সশস্ত্র কোনো ফিলিস্তিনি বাহিনী ছোড়েনি।’

এটি গভীরভাবে উদ্বেগজনক যে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো অপরাধ তদন্ত কার্যক্রম পরিচালনা করেনি। আমরা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় ঘটনার ব্যাপারে নিজেদের স্বাধীন পর্যবেক্ষণ সম্পন্ন করেছি বলেও রাভিনা উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১১ মে পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাদের কথিত সন্ত্রাসী দমনের অভিযান নিয়ে সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত হন আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। এ সময় তার মাথায় হেলমেট ও পরনে ‘প্রেস’ লেখা ভেস্ট ছিল।

সূত্র : আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর