১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ইতিহাসের সবথেকে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। ভারত মহাসাগরের ছোট এই দ্বীপরাষ্ট্রটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় জ্বালানি, খাবার এবং ওষুধের মত অতি জরুরি পণ্যও আমদানি করতে পারছে না দেশটির সরকার।
এরইমধ্যে শহর এলাকায় স্কুলগুলো সপ্তাহে তিন দিন খোলা রাখার পরিকল্পনা নিয়েছে শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়। গত সপ্তাহে সব স্কুল বন্ধ ছিল। এরপর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল শনিবার অনলাইন ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার স্কুল খোলা থাকবে। এই তিনদিন শিক্ষকদের কোনো প্রাইভেট ছুটি হিসেবে বিবেচনা করা হবে না। বিদ্যালয়ের প্রাথমিক শাখা কতদিন খোলা রাখা যাবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে প্রিন্সিপালদেরকে কর্তৃত্ব দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, শহর ছাড়া অন্যান্য এলাকার অন্যান্য স্কুলগুলি যথারীতি ৫ দিন খোলা থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন