ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় আজ সকালে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিৎসকো।
স্থানীয় সময় আজ রবিবার সকালের এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা-ও এখনো জানা যায়নি।
কিয়েভের মেয়র বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, আজ সকালে এসব বিস্ফোরণের পর উদ্ধারকাজ চলছে।
তিনি বলেন, বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। বিস্ফোরণের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। সেখানকার দুটি আবাসিক ভবন থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
রাজধানীর মধ্যাঞ্চলের একটি জেলা হলো শেভচেনকিভস্কি। জেলাটি ইউক্রেনীয়দের কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সেখানে বেশ কিছু বিশ্ববিদ্যালয়, রেস্তোরাঁ ও আর্ট গ্যালারি রয়েছে।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন