মধ্য এশিয়ার দুই দেশ সফর করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশ দুটি হলো তাজিকিস্তান ও তুর্কিমিনিস্তান।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশ সফর করলে এটা হবে ইউক্রেনে হামলা শুরুর পর প্রেসিডেন্ট পুতিনের প্রথম বিদেশ সফর। রুশ প্রেসিডেন্ট সর্বশেষ ফেব্রুয়ারির শুরুর দিকে চীন সফর করেছিলেন।
রাশিয়ার প্রথম রাষ্ট্রীয় টেলিভিশনের ক্রেমলিন করেসপন্ডেন্ট পাভেল জারবিন বলেন, পুতিন চলতি সপ্তাহে তাজিকিস্তান এবং তুর্কিমিনিস্তান সফর করবেন। এছাড়া তিনি মস্কোতে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে সাক্ষাৎ করবেন।
খবর অনুসারে, দুশানবেতে পুতিন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাজিক এই প্রেসিডেন্ট রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এছাড়া পুতিন আশাখবাদে কাস্পিয়ান দেশগুলোর সঙ্গে এক সামিটে মিলিত হবেন। এই অনুষ্ঠানে আজারবাইজান, কাজাখস্তান, ইরান এবং তুর্কিমিনিস্তানের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল