রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে বড় ধরনের বিদ্যুৎহীনতা দেখা দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক ভিডিও আলাপে যুক্ত হয়ে তিনি বলেন, হীমাঙ্কের নীচে তাপমাত্রার সময়ে সন্ত্রাসী তরিকায় রাশিয়া ইউক্রেনের লাখ লাখ মানুষকে জ্বালানি, তাপ ও পানি পরিষেবার বাইরে রাখছে।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অফলাইনে চলে গেছে।
ইউক্রেনের দাবি, রুশ হামলার কারণে পাওয়ারপ্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষকে বিদ্যুৎ ছাড়াই বসবাস করতে হচ্ছে।
জেলেনস্কি দাবি করেছেন, কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ। রাতভর বিদ্যুৎ সংযোগ পুনঃরায় চালু করার চেষ্টা করা হয়েছে। কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানী শহরটির ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ ও পানি ছাড়াই কাটিয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল