পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান হিসেবে প্রধামন্ত্রী শাহবাজ শরিফ লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে মনোনয়ন দেন। প্রেসিডেন্ট আরিফ আলফি এই মনোনয়নে স্বাক্ষর করেছেন। ফলে বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হতে আসিম মুনিরের আর কোনো বাধা রইল না।
ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে জেনারেল র্যাঙ্কে উন্নীত করে আগামী ২৯ নভেম্বর থেকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ চূড়ান্ত করেছেন।
নিয়োগে স্বাক্ষরের আগে প্রেসিডেন্ট আরিফ আলভি লাহোরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সেনাপ্রধান ও পাকিস্তানের জেনারেল স্টাফ অব আর্মির নিয়োগে স্বাক্ষর করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল