রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে সেপ্টেম্বরে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এই পাল্টা আক্রমণে ইউক্রেনীয় বাহিনী বেশ সফলতাও পেয়েছে। রুশ ফেডারেশনে যুক্ত করা খেরসন ছেড়ে পিছু হটেছে পুতিন বাহিনী। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে ক্রিমিয়া মুক্ত করার ঘোষণা দেন।
ক্রিমিয়া হলো ইউক্রেনের বিচ্ছিন্ন একটি অঞ্চল। ২০১৪ সালে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তায় রাশিয়া ক্রিমিয়া দখল করে রুশ ফেডারেশনে যুক্ত করে।
জেলেনস্কির ক্রিমিয়া ‘পুনরুদ্ধার করা’ বক্তব্য নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, ‘জেলেনস্কির– বেসামরিক উপায়ে ক্রিমিয়া পুনর্দখল নেওয়া প্রশ্নই আসে না।’
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের কাছে জেলেনস্কির বক্তব্যের অর্থ হলো– রাশিয়ার একটি অঞ্চল বিচ্ছিন্ন করা। এটা ছাড়া এখানে কোনো কিছু নেই। কিন্তু এটা প্রশ্নই আসে না।’
পেসকভ বলেন, ‘ইউক্রেনের এই ধরনের জল্পনা রাশিয়ার সঙ্গে সমস্যা সমাধানে অনিচ্ছা, অপ্রস্তুতি এবং অক্ষমতা নির্দেশ করছে।’ সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল