ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউরোপীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। লিথুয়ানিয়ায় এক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, ইউরোপীয়দের মধ্যে কোনো বিভাজন নেই। ইউরোপীয়দের ঐক্য এই বছর আমাদের এক নম্বর মিশন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অর্থ ইউক্রেনকে সহযোগিতা করা নয়, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপকেও সহযোগিতা করা।
বৃহস্পতিবার রুশ তেলের মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাবে ইউরোপীয় দেশগুলো বিভক্ত অবস্থান নিয়েছে। রাশিয়ার যুদ্ধ পরিচালনার আর্থিক সক্ষমতা হ্রাস করতে এই মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। জেলেনস্কি আহ্বান জানিয়েছেন, প্রতি ব্যারেল রুশ তেলের মূল্য ৩০ ডলার নির্ধারণ করা হোক। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল