পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খানকে আগামীকালের লংমার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাওলাপিন্ডিতে ইমরান খানের সমাবেশ ঘিরে সন্ত্রাসীরা সুযোগ নিতে পারে। এ কারণে সমাবেশ স্থগিতের আহ্বান জানিয়ে একটি চিঠি পিটিআই চেয়ারম্যানের ঠিকানায় পাঠানো হয়েছে। পিটিআই প্রধান আসাদ উমর চাইলে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বসে হুমকি যাচাই করতে পারেন।
সংবাদ সম্মেলনে রানা সানাউল্লাহ বলেন, আমাদের কাছে তথ্য আছে পিটিআইয়ের লংমার্চ ঘিরে একাধিক জঙ্গিগোষ্ঠী নাশকতার পরিকল্পনা করছে। ইমারান খানকে উদ্দেশ্যে করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার নিজের জীবন সবচেয়ে ঝুঁকিতে আছে। সত্যিই যদি সন্ত্রাসী হামলা ঘটে, সেক্ষেত্রে হামলার প্রধান লক্ষ্যবস্তু থাকবেন আপনি। এ সময় তিনি বলেন, আপনি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নন। এ কারণেই বলছি—এসব ছেড়ে দিন, পার্লামেন্টে আসুন। প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে পাকিস্তান ও জনগণের প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে তা পালন করুন।
এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান খান নতুন নির্বাচনের দাবিতে লংমার্চের ডাক দেন। গত ২৮ অক্টোবর লাহোর থেকে শুরু হয় এই কর্মসূচি। ৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল এই লংমার্চ; তার এক দিন আগে, ৩ নভেম্বর ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হন ইমরান। ২৬ নভেম্বর থেকে ফের লংমার্চ শুরুর ঘোষণা দেন ইমরান খান। এদিন রাওলাপিন্ডিতে ইমরান খানের লংমার্চ হবে। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল