৪ এপ্রিল, ২০২৩ ১৬:০৩

কোন পর্যায়ে বাখমুত লড়াই?

অনলাইন ডেস্ক

কোন পর্যায়ে বাখমুত লড়াই?

এখনও বাখমুত লড়াই শেষ হয়ে যায়নি বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ। ওই শহরটির নিয়ন্ত্রণ নিতে লড়াই অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। যদিও রাশিয়া সমর্থিত বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাখমুতের নিয়ন্ত্রণ কার্যত তাদের হাতেই।

তবে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, এখনও ইউক্রেন তাদের নিয়ন্ত্র পুরোপুরি ছেড়ে দেয়নি। ইউক্রেনের জন্য চলতি সপ্তাহে আরও বরাদ্দ দেওয়া হবে বলেও জানিয়েছেন কিরবি।

অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সেনারা এখনও বাখমুত নিয়ন্ত্রণে নেওয়া থেকে বেশ দূরে। যদিও রাশিয়া সমর্থিত ওয়াগনার বাহিনীর দাবি, তারা বাখমুতের প্রশাসনিক ভবনে রুশ পতাকা উড়িয়েছে।

তবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘বাখমুত এখনও ইউক্রেনের এবং তারা (রাশিয়া) কিছুই নিয়ন্ত্রণে নিতে পারেনি। তারা এটা থেকে এখনও অনেক দূরে।’

সোমবার ওয়াগনার গ্রুপ দাবি করেছে, তারা বাখমুতের টাউন হলের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

 

সূত্র: আল জাজিরা

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর