ইরানের তৈরি ফাতেহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত আগ্রহী। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার বেশ কিছু সামরিক সদস্য ইতোমধ্যেই ইরানে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সক্ষমতা বাড়াতে ইরান শীঘ্রই এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে।
ইউরোপীয় গোয়েন্দা সূত্রগুলোর মতে, ১৩ ডিসেম্বর তেহরানে রাশিয়া ও ইরানের মধ্যে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে একটি চুক্তি হয়েছে।
ফাতেহ-৩৬০ ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং এটি ১৫০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। রাশিয়ার সামরিক সদস্যরা এই ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখে নেওয়ার পরই সেটি রাশিয়ায় পাঠানো হবে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো এই ধরনের হস্তান্তরের সম্ভাব্য প্রতিক্রিয়ায় দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের এই সমর্থন ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরো বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা পশ্চিমা দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র এই চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যা ইরান-রাশিয়া সামরিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল