শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মিজিন্তসেভকে সরিয়ে দিলেন পুতিন

মিজিন্তসেভকে সরিয়ে দিলেন পুতিন

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল মিখাইল মিজিন্তসেভকে দায়িত্ব থেকে অপসারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর কয়েক মাস পর মারিউপোল দখলে নেয় রুশ সেনারা। ওই বছরের সেপ্টেম্বরে মিজিন্তসেভকে উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। গত বছরের জুনে মিজিন্তসেভকের ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন। তখন তাকে মারিউপোলের কসাই হিসেবে আখ্যা দেয় ইইউ। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মিজিন্তসেভকে বরখাস্তের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিনিধি আলেকজান্ডার স্লাডকভ। তবে কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সেটা জানাতে পারেননি তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর