বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি টার্নিং পয়েন্ট। সবকিছু যে একটা অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সে অবস্থা কাটিয়ে জাতিকে আবার সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন দুই নেতা। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন লক্ষ্য। গতকাল বিকালে গুলশানে সমসাময়িক এবং লন্ডন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি শুরু হয়। দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক সকাল সাড়ে ১০টায় শেষ হয়। বৈঠক শেষে ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আজ (গতকাল) লন্ডনে দুই নেতার বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখিয়েছেন। দুই নেতা প্রমাণ করেছেন দেশের মানুষ যে কোনো প্রয়োজনে একত্র হতে পারে। সামনে এগিয়ে যাওয়ার নেতৃত্ব দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। অনেক কথা হয়েছে। সেগুলো ভুলে গিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা একটি সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য ঐক্যের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা।’ বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৫ বছরে ফ্যাসিস্ট বাংলাদেশের রাষ্ট্রকাঠামো ধ্বংস করেছে। ধ্বংস হওয়া রাষ্ট্রকাঠামো গণতান্ত্রিক উপায়ে পুনর্গঠন করতে হবে।’ দলের নেতা-কর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব। গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে চলেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয়। গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়। এটা একটা কালচার (সংস্কৃতি)। এ কালচারটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে।’
শিরোনাম
- পরিচালকের সঙ্গে পরকীয়া, অন্তঃসত্ত্বা ও ৭৫ লাখ দাবি: ‘বাহুবলীর রাজমাতার’ পুরনো বিতর্ক ফের চর্চায়
- রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রয়োজন: আলী রীয়াজ
- জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন
- যশোরে স্টিলের বাক্স থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- লামায় পর্যটন কেন্দ্রগুলো সাময়িক বন্ধ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ ৩ জনের বিচার শুরুর আদেশ
- ইসরায়েলের ১০ বন্দিকে মুক্তি দিতে রাজি হামাস
- বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেটসহ ১৫ লাখ টাকার মালামাল জব্দ
- পিআর পদ্ধতি সংসদ নির্বাচনের জন্য প্রতিবন্ধকতা : নাসির উদ্দিন
- দুই সপ্তাহ তেল ছাড়া খাবার খেলেই শরীরে দেখা দেবে যেসব পরিবর্তন
- মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মিলেছে প্লাস্টিক কণার উপস্থিতি: গবেষণা
- বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৩
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
- ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি
- রোমাঞ্চকর অডিশনের গল্প ভাগ করে নিলেন নতুন ‘সুপারম্যান’
- সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- চার বছরের বেশি সময় পর টেস্ট একাদশে আর্চারের
- বাড্ডায় পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেফতার
- ঢাকাসহ চার বিভাগে অতি ভারি বর্ষণের আশঙ্কা
- লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
মির্জা ফখরুল
দুই নেতা জাতিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর