রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এর কেন্দ্র ছিল রাশিয়ার কামচাটকা অঞ্চলের কাছে, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে রাশিয়ার কর্মকর্তারা।
ভূমিকম্পের পর কামচাটকা উপকূলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়। এরপরই যুক্তরাষ্ট্র, জাপান, চীন, তাইওয়ান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু ও ইকুয়েডরসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।
সতর্কতার অংশ হিসেবে হাওয়াইয়ের হনলুলুতে সব বাণিজ্যিক জাহাজকে দ্রুত বন্দর ত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং বাহির থেকে নতুন কোনো জাহাজকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামি ঢেউ আঘাত হানতে পারে, তাই উপকূলীয় এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জাপানের উপকূলীয় এলাকাগুলোতেও তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার একই অঞ্চলে আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে—একটি ৬.৯ এবং অপরটি ৬.৩ মাত্রার।
বিডিপ্রতিদিন/কবিরুল