ইরানের সঙ্গে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, এসব কোম্পানি ইরানি পণ্য আমদানি ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
ভারতীয় শীর্ষ সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের আওতায় বিশ্বজুড়ে মোট ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় ভারত ছাড়াও তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি কোম্পানির নাম রয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলো হলো— অ্যালকেমিক্যাল সলিউশনস, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাই কেম, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম এবং কাঞ্চন পলিমার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে বলে জানায় যুক্তরাষ্ট্র।
অন্যদিকে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ৫ কোটি ১০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য কিনেছে। জুপিটার ডাই কেম ৪ কোটি ৯০ লাখ ডলারের টলুইনসহ বিভিন্ন পণ্য আমদানির অভিযোগে অভিযুক্ত। রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি মিথানল ও টলুইনসহ ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। পার্সিসটেন্ট পেট্রোকেম ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ১ কোটি ৪০ লাখ ডলারের পণ্য এনেছে। এছাড়া কাঞ্চন পলিমার্স ১৩ লাখ ডলারের বেশি মূল্যের ইরানি পলিথিন কিনেছে বলে অভিযোগ রয়েছে।
মার্কিন প্রশাসনের দাবি, ইরান এসব রপ্তানির মাধ্যমে যে অর্থ আয় করে, তা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার কাজে ব্যবহার করে।
তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য ‘শাস্তি’ নয় বরং সংশ্লিষ্টদের আচরণে পরিবর্তন আনা। নিষেধাজ্ঞায় থাকা প্রতিষ্ঠানগুলো চাইলে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করতে পারবে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু ভারত নয়, আন্তর্জাতিক পেট্রোকেমিক্যাল ব্যবসায় যুক্ত বিভিন্ন দেশের ওপরও সরাসরি প্রভাব ফেলবে।
বিডি প্রতিদিন/নাজমুল