বাংলাদেশ ব্যাংক দেশের রিজার্ভে থাকা সোনা ও রুপার পরিমাণ ও মূল্য প্রকাশ করেছে। ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে রিজার্ভে মোট ৪১৮ কোটি ৮৯ লাখ ৪২ হাজার টাকা মূল্যমানের মূল্যবান ধাতু রয়েছে। এর মধ্যে সোনার পরিমাণ ৪১০ কোটি টাকা এবং রুপার পরিমাণ ৮ কোটি টাকার। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রয়েছে ২১ হাজার ৫৬৬টি সোনার বার, যার মোট ওজন ২ হাজার ৬১১ কেজি ৪৭৯ গ্রাম ৯৯০ মিলিগ্রাম। এসব সোনার ক্রয়মূল্য ৪১০ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৩১৩ টাকা ৭৫ পয়সা। এ ছাড়া রিজার্ভে আছে ৪১২টি রুপার বার, যার ওজন ৫ হাজার ২৪৮ কেজি ৩৬ গ্রাম এবং ক্রয়মূল্য ৮ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৫৬০ টাকা ৫৩ পয়সা। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হেজ হিসেবে বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনা সংরক্ষণ করে থাকে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা ও বড় অর্থনীতির দেশগুলোর রাজনৈতিক অনিশ্চয়তা বিশ্ববাজারে সোনার চাহিদা বাড়িয়ে দিয়েছে। এদিকে, বিশ্ববাজারে সোনার চাহিদা বাড়তে থাকায় চলতি বছরের বাকি সময়েও সোনার দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিনিময় হার কমে যাওয়া, ভূরাজনৈতিক উত্তেজনা, বিনিয়োগকারীদের আগ্রহ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা বৃদ্ধিই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ। অর্থনৈতিক স্থবিরতা বা মন্দার ঝুঁকি বাড়লে সোনার চাহিদা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিরোনাম
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
অষ্টম কলাম
দেশে সোনার রিজার্ভ ২ হাজার ৬১১ কেজি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর