কেউ মারা গেলে ৪০ দিনের মাথায় করা হয় ‘চল্লিশা’। কোনো কোনো এলাকায় এ অনুষ্ঠান ‘ফয়তা’ নামেও পরিচিত। সেখানে সমাজের মানুষ আমন্ত্রিত হন। দুপুরের খাবার খান। রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামের রুস্তম আলী শনিবার এমন আয়োজন করেছেন লাখ টাকা ধার করে। চল্লিশা অনুষ্ঠানে তিনি খাইয়েছেন প্রায় ১ হাজার ২০০ মানুষকে।
অথচ ‘ঋণের দায়ে ও খাওয়ার অভাবে’ রুস্তম আলীর ছেলে মিনারুল ইসলাম (৩৫) তার স্ত্রী মনিরা খাতুন (৩০), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলাকে (৩) হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। গত ১৪ আগস্ট গভীর রাতে রুস্তমের বাড়িতে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত্যুর আগে মিনারুল চিরকুটে লিখে গিয়েছেন, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’ সেই মিনারুল এবং তার স্ত্রী সন্তানদের চল্লিশার আয়োজন করা হয় শনিবার। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ বলেন, ‘ইসলামের দৃষ্টিতে এটা নাই। কিন্তু কেউ মারা গেলে এটা করতে হয়। এটা আমাদের এলাকার একটা প্রথা।’