বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের গাড়িবহরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাউজান উপজেলা এবং পৌরসভা বিএনপির অঙ্গসংগঠন। গতকাল বিকালে নাসিমনভবনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন বলেন, গিয়াস কাদেরের নির্দেশে রাউজানের শীর্ষ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গোলাম আকবরের গাড়িবহরে হামলা করা হয়েছে।
গত মঙ্গলবার বিকালে রাউজানে কবর জেয়ারত করতে যাওয়ার পথে হামলার শিকার হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। এ ঘটনায় তিনিসহ ২০ নেতা-কর্মী আহত হন।
এ ঘটনার পর বিলুপ্ত করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি।