সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কিছুদিন পরপরই দেখা যায় নানা অ্যাওয়ার্ড প্রদানের ছবি ও ভিডিও। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায়ই সৃষ্টি হয় বিতর্ক ও সমালোচনার। বিশেষ করে শোবিজ অঙ্গনের পুরস্কার প্রদান অনুষ্ঠানগুলো নিয়ে প্রশ্ন ওঠে শিল্পীদের উপস্থিতি কিংবা পুরস্কার প্রদানের মানদণ্ড নিয়ে।
সাম্প্রতিক একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবার এই বিষয়ে মুখ খুলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশে।
বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে ওমর সানী লেখেন, ‘কীসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কীসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন, নিজেকে প্রশ্ন করেছেন, আপনি পুরস্কার পান কিনা? একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শো ডাউন।’
তার পোস্টে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বর্তমান সময়ের পুরস্কার প্রদানের স্বচ্ছতা, মান এবং গুরুত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওমর সানী। এ অভিনেতা ক্ষোভ প্রকাশ করেছেন এই আয়োজনের মানদণ্ড নিয়েও।
তবে এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় সমসাময়িক ইস্যুতে খোলামেলা বক্তব্য দিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা