সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালের ১০ অক্টোবর বান্দরবান শুটিংয়ে গেলেন এ নায়ক। আর ১৭ অক্টোবর স্বামীর শুটিং দেখতে বান্দরবান রওয়ানা দেন স্ত্রী জাহানারা কাঞ্চন ও সন্তানরা। তাদের সঙ্গে একই মাইক্রোবাসে এ টি এম শামসুজ্জামানের পরিবারের সদস্যরাও ছিলেন। কাঞ্চনের জন্য নিজ হাতে প্রথমবার বিস্কুট বানিয়ে নিয়ে যাচ্ছিলেন স্ত্রী জাহানারা; কিন্তু সেই বিস্কুট আর খেতে পারেননি কাঞ্চন। তার আগেই সব শেষ। জানা যায়, ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছিল। জাহানারা বারবার সাবধান করছিল। চালকের পেছনের সিটে বসেছিলেন তিনি। দুর্ঘটনার সময় চালক মাইক্রোবাস ঘোরানোর চেষ্টা করলে ট্রাক সরাসরি এসে জাহানারার ওপর আঘাত করে। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শুটিং চলছিল। হোটেল থেকে আমাকে খবর দিল আমার ফোন এসেছে। হোটেল ম্যানেজার বলল, আপনার পরিবার আসার কথা ছিল। আপনি ঘাবড়াবেন না। গাড়িটা অ্যাকসিডেন্ট করেছে। ওনারা অতটা না, মোটামুটি ভালো। আপনি শুটিং প্যাক আপ করে চলে যান। তখন হোটেল থেকে শুটিংস্থলে ফেরার পথে নানা ভাবনা আসছিল আমার মনে। নিজেও আগে দুর্ঘটনার শিকার হয়েছিলাম। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলাম। ভাবছিলাম হয়তো ওদের নিয়ে সিঙ্গাপুর যেতে হতে পারে। যেহেতু শুটিং প্যাক আপ করতে বলেছে তার মানে সিরিয়াস কিছু হবে। আমি আসরের নামাজ পড়লাম। সবাই তাগাদা দিচ্ছিল তাড়াতাড়ি যেতে। রওনা দিয়ে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনার গাড়িটা দেখলাম। দেখেই মনটা শূন্য হয়ে গেল। পরে যখন হাসপাতালে গেলাম, দেখলাম বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে কেমন যেন হয়ে গেছে। এ টি এম ভাইও বসে আছেন বিধ্বস্ত হয়ে। আমি জিজ্ঞাসা করলাম জাহানারা কোথায়? এ টি এম ভাই বললেন, তোমাকে ধৈর্য ধরতে হবে। তখন আমি চিৎকার করলাম। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, উপন্যাসের মতোই আমার জীবন। অনেক উপন্যাস পড়তাম। শরৎচন্দ্রের বই বেশি পড়া হতো। জীবনকে বিভিন্নভাবে দেখতে চেয়েছিল জাহানারা। মানুষের সব চাওয়া পূরণ হয় না।
শিরোনাম
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
কী ঘটেছিল সেদিন
এ টি এম ভাই বললেন তোমাকে ধৈর্য ধরতে হবে : ইলিয়াস কাঞ্চন
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
