সীমান্ত সংঘর্ষে সাময়িক বিরতির পর থাইল্যান্ডের হাতে আটক হওয়া নিজেদের ২০ সেনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে কম্বোডিয়া।
বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা এক সংবাদ সম্মেলনে বলেন, আটক সেনাদের ফিরিয়ে আনতে ইতিমধ্যে থাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, আমরা আমাদের সব সৈনিককে নিরাপদে এবং দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। থাইল্যান্ডকে আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের ২০ জন সামরিক সদস্যকে দ্রুত ফেরত পাঠায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে থাই নিয়ন্ত্রিত ভূখণ্ডে প্রবেশের পর থাই সেনাবাহিনী ওই কম্বোডিয়ান সেনাদের আটক করে। এই ঘটনার প্রায় আট ঘণ্টা আগেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
থাইল্যান্ডের রয়্যাল থাই আর্মির মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুবারে জানান, আটক সেনাদের আন্তর্জাতিক আইনের অধীনে বিচার করা হবে এবং আইনি প্রক্রিয়া শেষ হলেই তাদের ফিরিয়ে দেওয়া হবে। তবে তারা ১৮ জন সেনাকে আটকের কথা নিশ্চিত করেছে।
সাম্প্রতিক এই সীমান্ত সংঘর্ষে দুই পক্ষের মোট ৪৩ জন নিহত হয়েছে এবং প্রায় ৩ লাখ মানুষ নিরাপত্তার খোঁজে ঘর ছেড়েছে। থাই যুদ্ধবিমানও কম্বোডিয়ার বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল